আগামী ২৪ ঘণ্টায় আসতে পারে কালবৈশাখী

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Updated By: May 4, 2012, 09:40 PM IST

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গেই আগামিকালও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যের পরিবেশ এখন কালবৈশাখীর জন্য উপযোগী। ঘূর্ণাবর্ত এমুহুর্তে শক্তিশালী অবস্থায় দক্ষিণবঙ্গ ও সন্নিহিত অঞ্চলের ওপর অবস্থান করছে। এর পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখাও একই অবস্থানে থাকায় রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।  

.