সমাবর্তন বয়কটের সিদ্ধান্তে অনড় পড়ুয়ারা, সাংবাদিকদের সামনে খেই হারালেন যাদবপুরের উপাচার্য

কাল বাদ পরশু সমাবর্তন। এখনও বয়কটের সিদ্ধান্তে অনড় পড়ুয়া ও শিক্ষকরা।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার কার্যত খেই হারিয়ে ফেললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। বারংবার স্ববিরোধিতা ফুটে  উঠল একের পর এক প্রশ্নের জবাবে।

Updated By: Dec 22, 2014, 06:21 PM IST
সমাবর্তন বয়কটের সিদ্ধান্তে অনড় পড়ুয়ারা, সাংবাদিকদের সামনে খেই হারালেন যাদবপুরের উপাচার্য

কলকাতা: কাল বাদ পরশু সমাবর্তন। এখনও বয়কটের সিদ্ধান্তে অনড় পড়ুয়া ও শিক্ষকরা।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার কার্যত খেই হারিয়ে ফেললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। বারংবার স্ববিরোধিতা ফুটে  উঠল একের পর এক প্রশ্নের জবাবে।

আন্দোলনে মুখর  ছাত্রছাত্রীরা। মাঝরাতে ক্যাম্পাসে ঢুকে নৃশংস নির্যাতন চালাল পুলিস। সেপ্টেম্বরের সেই ঘটনার জেরেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও অনড় পড়ুয়া, শিক্ষকরা।  এবং সমাবর্তন নিয়ে ছাত্র, শিক্ষকদের আর্জি জানাতে এসেও রীতিমতো বিভ্রান্ত উপাচার্য।

কে  বলে বয়কট!  উপাচার্য বলছেন, শিক্ষকরা নাকি সমাবর্তনে সহযোগিতা করতেই আগ্রহী।

তাহলে কেন এই আবেদন?

এমনকী অধ্যাপকদের বিরুদ্ধে আঙুলও তুললেন উপাচার্য।

আবার অধ্যাপকদের অনুপস্থিতির কারণও খুঁজে বের করলেন নিজেই।

সমাবর্তন নিয়ে ছাত্রদের অনীহা মানতেই নারাজ উপাচার্য।

তাহলে সেই পড়ুয়াদেরই আবার আবেদন করতে হচ্ছে কেন?

 

 

 

.