Maitree Express: সাময়িকভাবে বন্ধ থাকছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল

Maitree Express: হাসিনা সরকারের মত হল ইদের সময়ে সীমান্তে ইমিগ্রেশনের কাজ ঠিকমতো করা যায় না। তাই ইদ-উল-আজহা-র আগে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের চলাচল সাময়ীক বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

Updated By: Jun 13, 2023, 06:26 PM IST
Maitree Express: সাময়িকভাবে বন্ধ থাকছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল

অয়ন ঘোষাল: আপাতত বন্ধ থাকছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে অথরিটির অনুরোধে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপাতত বন্ধ থাকছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী ওই দুই ট্রেন। ইদ উপলক্ষ্যে কিছুদিন ওই দুই ট্রেন বন্ধ রাখার অনুরোধ করেছিল বাংলাদেশ রেল। 

আরও পড়ুন-সেনাবাহিনীতে ২ পাক নাগরিক! বর্তমানে কর্মরত ব্যারাকপুরে! অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সিআইডিকে 

কেন এমন অনুরোধ করেছিল বাংলাদেশ রেল? জানা যাচ্ছে হাসিনা সরকারের মত হল ইদের সময়ে সীমান্তে ইমিগ্রেশনের কাজ ঠিকমতো করা যায় না। তাই ইদ-উল-আজহা-র আগে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের চলাচল সাময়ীক বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। পাশাপাশি কোন কোন দিন কোন ট্রেন বন্ধ থাকবে তাও জানিয়ে দেওয়া হল।

ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৩ জুন, ২৫ জুন, ২৭ জুন, ৩০ জুন ও ২ জুলাই।

কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকছে ২৪ জুন, ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই ও ৩ জুলাই।

কলকাতা- ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৩ জুন, ২৭ জুন ও ৩০ জুন।

ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকছে ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই।

কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ থাকছে ২৯ জুন।

খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ থাকছে ২৯ জুন। 

রেলের তরফে জানানো হয়েছে ওই দুই ট্রেন ফের কবে নিয়মিত চলবে তা জানিয়ে দেওয়া হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.