মন্ত্রীকে প্রশ্ন করায় আটক প্রতাপ, আক্রান্ত ২৪ ঘণ্টার সাংবাদিক
শিলাদিত্য চৌধুরীর পর এবার প্রতাপ নস্কর। প্রশ্ন করায় পুরমন্ত্রীর রোষের মুখে পড়তে হল মহেশতলার ষোলোবিঘা বস্তির বাসিন্দা প্রতাপ নস্করকে।আজ দুপুরে ষোলোবিঘার পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেসময় স্থানীয় বাসিন্দা প্রতাপ নস্কর তাঁকে প্রশ্ন করেন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী আসেননি কেন? আর তাতেই ক্ষুদ্ধ হন পুরমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিস।
শিলাদিত্য চৌধুরীর পর এবার প্রতাপ নস্কর। প্রশ্ন করায় পুরমন্ত্রীর রোষের মুখে পড়তে হল মহেশতলার ষোলোবিঘা বস্তির বাসিন্দা প্রতাপ নস্করকে।আজ দুপুরে ষোলোবিঘার পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেসময় স্থানীয় বাসিন্দা প্রতাপ নস্কর তাঁকে প্রশ্ন করেন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী আসেননি কেন? আর তাতেই ক্ষুদ্ধ হন পুরমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিস।
আক্রান্ত হন খবর সংগ্রহ করতে যাওয়া চব্বিশ ঘন্টার মহিলা সাংবাদিক ও চিত্র সাংবাদিকও। তৃণমূল কর্মীরা তাঁদের ঘেরাও করে রাখেন। চিত্র সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে।
ভোরের আগুনে পুড়ে গিয়েছে তার ঘর। প্রশ্ন করেছিলেন, "মুখ্যমন্ত্রী আসলেন না?" আর এই অপরাধেই ১৬ বিঘা বস্তির বাসিন্দা প্রতাপ নস্করকে 'সন্দেহ ভাজন' তকমা দিয়ে আটক করল পুলিস।