এবার মিছিলে ডাকলেন যাদবপুরের আন্দোলনকারী ছাত্ররা

নির্দিষ্ট সময়ে ছাত্র ভোট হোক যাদবপুরে। এই দাবিকে যারা সমর্থন করেন তাদের এবার মিছিলে ডাকলেন আন্দোলনকারী ছাত্ররা।আগামী মঙ্গলবার এই মিছিল হবে।এই ইস্যুতে ফের বড় আন্দোলন করলে ছাত্রদের থেকে কতটা সমর্থন মিলবে, তা বুঝতেই এই উদ্যোগ। তার পরেই নিজেদের পরবর্তী কর্মসুচি ঠিক করবেন আন্দোলনকারীরা। গতকালের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন ছাত্ররা। নির্দিষ্ট সময়ে ভোটের ইস্যুতে মিটিং করেছে প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসিও। তাদের দখলেই এখন প্রেসিডেন্সির ইউনিয়ন। ঠিক হয়েছে ক্লাসে ক্লাসে প্রচারের পর ছাত্রদের মত বুঝে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তাঁরা। 

Updated By: Jan 14, 2016, 09:06 AM IST
এবার মিছিলে ডাকলেন যাদবপুরের আন্দোলনকারী ছাত্ররা

ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময়ে ছাত্র ভোট হোক যাদবপুরে। এই দাবিকে যারা সমর্থন করেন তাদের এবার মিছিলে ডাকলেন আন্দোলনকারী ছাত্ররা।আগামী মঙ্গলবার এই মিছিল হবে।এই ইস্যুতে ফের বড় আন্দোলন করলে ছাত্রদের থেকে কতটা সমর্থন মিলবে, তা বুঝতেই এই উদ্যোগ। তার পরেই নিজেদের পরবর্তী কর্মসুচি ঠিক করবেন আন্দোলনকারীরা। গতকালের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন ছাত্ররা। নির্দিষ্ট সময়ে ভোটের ইস্যুতে মিটিং করেছে প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসিও। তাদের দখলেই এখন প্রেসিডেন্সির ইউনিয়ন। ঠিক হয়েছে ক্লাসে ক্লাসে প্রচারের পর ছাত্রদের মত বুঝে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তাঁরা। 

.