‘রাম কে নাম’ ছবি প্রদর্শনের প্রতিবাদ, দ্বিধাবিভক্ত যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়!

সোমবার বিকালে যাদবপুর ফিল্ম স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এই ছবি দেখানোর আয়োজন করা হয়েছে। কিন্তু তার আগেই তা নয়ে দানা বেঁধেছে বিতর্ক।

Updated By: Aug 26, 2019, 04:43 PM IST
‘রাম কে নাম’  ছবি প্রদর্শনের প্রতিবাদ,  দ্বিধাবিভক্ত যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়!

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আনন্দ পট্টবর্ধনের তৈরি ছবি ‘রাম কে নাম’ দেখানোর বিরোধিতা। একই বিশ্ববিদ্যালয়ের একই সিনেমা ঘিরে দুরকম পরিস্থিতি তৈরি হয়েছে। একটি বিভাগ এই সিনেমার দেখানোর আয়োজন করেছে, অপরপক্ষ করছে তার বিরোধিতা। সোমবার সকালেই এই ছবি দেখানোর বিরোধিতা করে উপাচার্যকে চিঠি দিয়েছেন এক দল ছাত্র।

 

তাঁদের প্রশ্ন, যে ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ে কেন দেখানো হচ্ছে। উল্লেখ্য, সোমবার বিকালে যাদবপুর ফিল্ম স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এই ছবি দেখানোর আয়োজন করা হয়েছে। কিন্তু তার আগেই তা নয়ে দানা বেঁধেছে বিতর্ক।

মদ্যপানের সময়ে পোষ্যকে লাথি, তারপরই আত্মঘাতী! বেহালা পুরোহিত মৃত্যুতে ঝুমার চাঞ্চল্যকর বয়ান

প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে তৈরি এই সিনেমা দেখানো ঘিরে কিছুদিন আগেই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ছবি দেখানো বন্ধ করতে ক্যাম্পাসে পৌঁছয় পুলিস। ৬ জন ছাত্রকেও আটক করা হয়। তারই প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে এই ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগ। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

একই চিত্র ধরা পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সিতেও। এখানে এই ছবি প্রদর্শনের কথা ছিল কাল অর্থাত্ মঙ্গলবার। কিন্তু এখানেও ছবি প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়। এক্ষেত্রে প্রেসিডেন্সির ডিন অফ স্টুডেন্টস ড. এ কে মাইতি বলেছেন, "ছবি প্রদর্শনের অনুমতি দেওয়াই হয়নি। তাই তা বাতিলের প্রশ্ন উঠছে না।"

.