স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর ওটা আজ থেকে বীরসা মুণ্ডারই মূর্তি: দিলীপ
বাঁকুড়ায় বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে বিতর্ক।
নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় অমিত শাহ যে মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছিলেন, তা বীরসা মুণ্ডার নয়। এমনটাই দাবি করে বিজেপিকে বাংলা বিরোধী তকমা সেঁটে দিয়েছে তৃণমূল। ফেসবুক, টুইটারে চলছে প্রচারও। এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন সাফাই দিলেন, বীরসা মুণ্ডা মোড়ে মূর্তিটি ছিল। সেটা তৃণমূলই গড়েছিল। এখন বলছে ওটা বীরসা মুণ্ডার মূর্তি নয়। তাহলে তো ওরাই বীরসা মুণ্ডার অপমান করেছে।
সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন,''তৃণমূল পরিচালিত জেলা পরিষদই ওই মোড়ের নাম রেখেছে বীরসা মুণ্ডা। ওখানে একটা ছোট্ট মূর্তি ছিল। সেটা তুলে সরকারই নতুন মূর্তি লাগিয়েছে। এখন বলছে, ওটা বীরসার নয়, শিকারির মূর্তি। তাহলে তো বীরসাকে অপমান করছে? ওঁরা কি বীরসা মুণ্ডাকে শিকারি হিসেবে দেখেন? আমরা তো তাঁকে মহাপুরুষ হিসেবেই দেখি। মূর্তির নীচে ছবিও রেখেছিলাম। মাল্যদানও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই দিলীপের মন্তব্য , ওটা বীরসার মূর্তি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করার পর আজ থেকে বীরসা মুণ্ডারই মূর্তি হয়ে গেল।
বাঁকুড়ায় মূর্তিটি নিয়ে আপত্তি তুলেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এরপরই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বাংলার সংস্কৃতিই জানে না বিজেপি। বীরসা মুণ্ডাকে চেনেন না নেতারা। বিজেপি বাংলা বিরোধী।
Deeply grieved to see people who don't understand the culture of Bengal try & play with the emotions of Bengalis. @AmitShah ji #BirsaMunda stands much more for the people of Bengal than you can imagine #BanglaBirodhiAmitShah#BengalAsksAmitShahhttps://t.co/IF06EMUd6n pic.twitter.com/fjg6IRDMJZ
— FIRHAD HAKIM (@FirhadHakim) November 6, 2020
Hon’ble HM says Birsa Munda will help @BJP win 200 seats in WB
One small corrigendum Sir.. it wasn’t Birsa Munda you garlanded but a random statue of a tribal warrior constructed by the NHAI
Time to find another Bhagwan maybe! https://t.co/MdjCIDRWPH
— Mahua Moitra (@MahuaMoitra) November 6, 2020
বিতর্কের মুখে ওই মূর্তির নীচে বীরসা মুণ্ডার ছবিতে পুষ্পার্ঘ্য দেন অমিত শাহ। তবে মূর্তি আদতে কার তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন- মুসলমানদের নিধন করতে দেব না: ফিরহাদ হাকিম