রাজ্যের তথ্যের অধিকার কমিশনারের পদ তিনমাস ধরে শূন্য!

রাজ্যের তথ্যের অধিকার কমিশনারের পদ তিনমাস ধরে শূন্য। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জমছে ফাইলের পাহাড়। তথ্য জানার অধিকার সংক্রান্ত মামলাগুলি কার্যত থমকে। রায় দিতে গিয়ে অসুবিধায় পড়ছে আদালত। কোনও রাজ্যেই এই পদ কোনওভাবেই শূন্য রাখা যাবে না বলে সম্প্রতি একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেও কোনও হেলদোল নেই এ রাজ্যের তথ্যের অধিকার কমিশনের। ফেব্রুয়ারির মধ্যে কমিশনার নিয়োগ না হলে আশঙ্কার কালো মেঘ দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, কয়েকমাস পরেই ভোট। তার দামামা বেজে গেলেই কমিশনার নিয়োগের প্রক্রিয়াটিও কার্যত চলে যাবে ঠান্ডা ঘরে। ফলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। বিভিন্ন ক্ষেত্রে তথ্য জানার অধিকার নিয়ে যাঁরা হাজির হন কমিশনে। সঠিক তথ্য জানতে না পেরে যাঁরা মামলা করেন আদালতে, সেই বিচার প্রক্রিয়াও ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।

Updated By: Jan 16, 2016, 06:42 PM IST
রাজ্যের তথ্যের অধিকার কমিশনারের পদ তিনমাস ধরে শূন্য!

ওয়েব ডেস্ক: রাজ্যের তথ্যের অধিকার কমিশনারের পদ তিনমাস ধরে শূন্য। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জমছে ফাইলের পাহাড়। তথ্য জানার অধিকার সংক্রান্ত মামলাগুলি কার্যত থমকে। রায় দিতে গিয়ে অসুবিধায় পড়ছে আদালত। কোনও রাজ্যেই এই পদ কোনওভাবেই শূন্য রাখা যাবে না বলে সম্প্রতি একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেও কোনও হেলদোল নেই এ রাজ্যের তথ্যের অধিকার কমিশনের। ফেব্রুয়ারির মধ্যে কমিশনার নিয়োগ না হলে আশঙ্কার কালো মেঘ দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, কয়েকমাস পরেই ভোট। তার দামামা বেজে গেলেই কমিশনার নিয়োগের প্রক্রিয়াটিও কার্যত চলে যাবে ঠান্ডা ঘরে। ফলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। বিভিন্ন ক্ষেত্রে তথ্য জানার অধিকার নিয়ে যাঁরা হাজির হন কমিশনে। সঠিক তথ্য জানতে না পেরে যাঁরা মামলা করেন আদালতে, সেই বিচার প্রক্রিয়াও ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।

.