কার্টুন কান্ডের মামলায় নয়া মোড়!

কার্টুন কান্ডের মামলায় নয়া মোড়। চার বছর ধরে মামলা চলার পর আজই রায় ঘোষণার সম্ভবনা ছিল এই মামলার। কিন্তু বিচার ব্যবস্থায় এখন অনাস্থা জানিয়ে মামলা অনত্র সরিয়ে দেওয়ার আর্জি করলেন অভিযোগকারী। গতকালই এই আর্জি জানানো হয় আলিপুর আদালতে। সেই আর্জি গৃহিত হয়েছে। দুহাজার বারোর উনিশে জুলাই কার্টুন কাণ্ডে গ্রেফতার করা হয় অম্বিকেশ মহাপাত্রেকে। অভিযুক্তের বিরুদ্ধে প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১১৪,৫০০,৫০৯ও ৬৬A আইটি  এক্টে মামলা রুজু করা হয়। অথচ চার্জশিট পেশ করার সময় সব ধারা বাদ দিয়ে রাজ্যসরকার শুধু ৬৬A আইটি এক্টটি বহাল রাখে। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই আইনটিকেই অসাংবিধানিক আখ্যা দেয়। ফলে মামলাটি কার্যত দুর্বল হয়ে পড়ে। মামলা বজায় রাখতে এরপর রাজ্যসরকার চার্জশিটে ৫০৯ অর্থাত্  মহিলাদের সম্মানহানি এই ধারা ফের যোগ করতে আবেদন করে। সেই মামলাতেই শনিবার রায় দেওয়ার সম্ভবনা ছিল আলিপুর আদালতে। কিন্তু তার আগেই মামলায় নয়া মোর।

Updated By: Jan 16, 2016, 05:53 PM IST
 কার্টুন কান্ডের মামলায় নয়া মোড়!

ওয়েব ডেস্ক: কার্টুন কান্ডের মামলায় নয়া মোড়। চার বছর ধরে মামলা চলার পর আজই রায় ঘোষণার সম্ভবনা ছিল এই মামলার। কিন্তু বিচার ব্যবস্থায় এখন অনাস্থা জানিয়ে মামলা অনত্র সরিয়ে দেওয়ার আর্জি করলেন অভিযোগকারী। গতকালই এই আর্জি জানানো হয় আলিপুর আদালতে। সেই আর্জি গৃহিত হয়েছে। দুহাজার বারোর উনিশে জুলাই কার্টুন কাণ্ডে গ্রেফতার করা হয় অম্বিকেশ মহাপাত্রেকে। অভিযুক্তের বিরুদ্ধে প্রথমে ভারতীয় দণ্ডবিধির ১১৪,৫০০,৫০৯ও ৬৬A আইটি  এক্টে মামলা রুজু করা হয়। অথচ চার্জশিট পেশ করার সময় সব ধারা বাদ দিয়ে রাজ্যসরকার শুধু ৬৬A আইটি এক্টটি বহাল রাখে। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই আইনটিকেই অসাংবিধানিক আখ্যা দেয়। ফলে মামলাটি কার্যত দুর্বল হয়ে পড়ে। মামলা বজায় রাখতে এরপর রাজ্যসরকার চার্জশিটে ৫০৯ অর্থাত্  মহিলাদের সম্মানহানি এই ধারা ফের যোগ করতে আবেদন করে। সেই মামলাতেই শনিবার রায় দেওয়ার সম্ভবনা ছিল আলিপুর আদালতে। কিন্তু তার আগেই মামলায় নয়া মোর।
মামলার  রায় ঘোষণার ঠিক একদিন আগেই সংশ্লিষ্ট আদালতের উপর অনাস্থা জানিয়ে মামলা সরানোর  আর্জি জানিয়েছেন অবিযোগকারী। এরপর মামলার ভবিষ্যত নিয়েই  সন্দিহান অম্বিকেশ মহাপাত্র। মামলা আলিপুর আদালতে থাকবে কিনা তা ছিক হবে আগামী আঠারো জানুয়ারি।

.