একধাক্কায় যাত্রী ভাড়া বৃদ্ধি ৪৫%, তার জেরে কমছে মেট্রোর যাত্রী সংখ্যা, বলছে সমীক্ষা
একধাক্কায় যাত্রীভাড়া বেড়েছে প্রায় ৪৫%। তার ধাক্কাতেই মেট্রোয় চড়া বন্ধ করেছেন অধিকাংশ যাত্রী। পরিসংখ্যান বলছে, বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই কমছে মেট্রোর যাত্রী সংখ্যা। যদিও তা স্বীকার করতে নারাজ কর্তৃপক্ষ। নভেম্বর মাসের সাত তারিখ থেকে নতুন ভাড়া চালু হয়েছে মেট্রো রেলে। তারপর থেকে ক্রমশই কমছে যাত্রী সংখ্যা। পুরনো ভাড়া থাকাকালীন যাত্রীসংখ্যার সঙ্গে ভাড়াবৃদ্ধির পরে যাত্রী সংখ্যার ফারাকই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই চিত্র।
একধাক্কায় যাত্রীভাড়া বেড়েছে প্রায় ৪৫%। তার ধাক্কাতেই মেট্রোয় চড়া বন্ধ করেছেন অধিকাংশ যাত্রী। পরিসংখ্যান বলছে, বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার পর থেকেই কমছে মেট্রোর যাত্রী সংখ্যা। যদিও তা স্বীকার করতে নারাজ কর্তৃপক্ষ। নভেম্বর মাসের সাত তারিখ থেকে নতুন ভাড়া চালু হয়েছে মেট্রো রেলে। তারপর থেকে ক্রমশই কমছে যাত্রী সংখ্যা। পুরনো ভাড়া থাকাকালীন যাত্রীসংখ্যার সঙ্গে ভাড়াবৃদ্ধির পরে যাত্রী সংখ্যার ফারাকই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই চিত্র।
জুলাই মাসের প্রথম দশ দিনে যাত্রী সংখ্যা ৫৮ লক্ষ ৯৩ হাজার ৮৪৮ জন। তা থেকে আয় ৩ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৩৫৩ টাকা।
অগাস্টে যাত্রী সংখ্যা ৫৮ লক্ষ ৬০ হাজার ৩৩৮ জন। মেট্রো রেলের আয় ৩ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৯১ টাকা।
সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে যাত্রী সংখ্যা ছিল ৫৯ লক্ষ ৯০ হাজার ৫০০ জন। তা থেকে মেট্রো রেলের আয় ৩ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ টাকা।
ভাড়াবৃদ্ধির পর সেই সংখ্যা দাঁড়িয়েছে নভেম্বর মাসে যাত্রী সংখ্যা ৫২ লক্ষ ৬৯ হাজার ৪৬ জন। মেট্রোর আয় ৪ কোটি ৪৫ লক্ষ ৩৯ হাজার ২১৩ টাকা।
অর্থাৎ আয় বাড়লেও কমেছে যাত্রী সংখ্যা। একদিনের হিসেব অনুযায়ী যাত্রী সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার। যদিও মেট্রো কর্তৃপক্ষ তা স্বীকার করতে নারাজ।