'কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল এলে বিক্ষোভ হবেই', সাফ জানাল ছাত্র সংসদ
রাজ্যপাল এলে তাঁকে ঘিরে বিক্ষোভ হবে, বলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। একই সুর তৃণমূলের কর্মচারী সংগঠনের গলাতেও।
নিজস্ব প্রতিবেদন: যাদবপুরের পর এবার সমাবর্তন বিতর্ক কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আগামী ২৮ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আচার্য রাজ্যপাল পরিষ্কার জানিয়েছেন তিনি নিয়ম অনুযায়ী সেখানে যাবেন। কিন্তু রাজ্যপাল এলে তাঁকে ঘিরে বিক্ষোভ হবে, বলছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। একই সুর তৃণমূলের কর্মচারী সংগঠনের গলাতেও।
আরও পড়ুন: প্রয়াত আকাশবাণী কলকাতার 'সংবাদ বিচিত্রা'র প্রযোজক উপেন তরফদার
গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দিন বিক্ষোভের জেরে মঞ্চ পর্যন্ত পৌঁছতেই পারেননি আচার্য জগদীপ ধনকড়। দরজা আটকে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের কর্মচারী সমিতি। এবারও তৃণমূলের কর্মচারী সংগঠন অবস্থানে অনড়। যদিও বিশ্ববিদ্যালয়ে বিজেপির কর্মচারী সংগঠনও রয়েছে। তারা কিন্তু রাজ্যপালক স্বাগত জানাবে যদি রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু সমাবর্তন অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। ফলে সেখানে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে তুঙ্গে জল্পনা।
আরও পড়ুন: ২৬৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হবে টালা ব্রিজ, টেন্ডার ডাকল পূর্ত দফতর