Partha Chatterjee: আইকোরকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব CBI-এর
আগামী ১৩ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী ১৩ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যে শিল্পমন্ত্রীকে বেশকিছু নথি সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। একটি ভিডিওর সূত্র ধরেই এই জিজ্ঞাসাবাদ বলে, সিবিআই সূত্রে খবর। এর আগেও ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়েছিল সিবিআই ও ইডি।
আইকোর মামলায় এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেবার প্রশাসনিক কাজের চাপ থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না বলে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন।
আরও পড়ুন, WB By-Poll: মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? আজই ঘোষণা হতে পারে প্রার্থী তালিকা, ইঙ্গিত দিলীপের
সিবিআই সূত্রে খবর, আইকোর মামলার তদন্তে একটি ভিডিও ক্লিপ মিলেছে। যেখানে দেখা যাচ্ছে যে, ভুয়ো অর্থলগ্নি সংস্থার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ভিডিও সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে।
ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর (I-Core) মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য নোটিস পাঠানো হয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)