ভবানীপুরে সুইমিং ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

পদ্মপুকুরের ওই সুইমিং ক্লাবের আগুন একটাই দাউদাউ করে জ্বলতে শুরু করে যে আসেপাশের মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন

Updated By: Dec 17, 2022, 11:38 PM IST
ভবানীপুরে সুইমিং ক্লাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

সৌমেন ভট্টাচার্য: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার আচমকাই আগুন লেগে গেল ভবানীপুরের একটি সুইমিং ক্লাবে। পদ্মপুকুরের ওই সুইমিং ক্লাবের আগুন একটাই দাউদাউ করে জ্বলতে শুরু করে যে আসেপাশের মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। রাত দশটা নাগাদ কীভাবে ওই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-প্রকাশ্য সভায় অভিষেকের নির্দেশ, তড়িঘড়ি ইস্তফা তৃণমূল পঞ্চায়েত প্রধানের 

রাত দশটা নাগাদ ওই আগুনে দেখতে পেয়েই ছুটে আসেন এলাকার মানুষজন। খবর পেয়ে চলে আসে দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্লাবের জিম করার জায়গা থেকেই আগুনের উত্পত্তি। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনের ওই সুইমিং ক্লাবে। আগুনের দাপটে আসপাশের গাছেও আগুন লেগে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায়। এলাকায় মানুষের ভিড় জমে যায়। তাদের সরাতে হিমশিম খেয়ে যায় পুলিস। ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। এনিয়ে সুজিত বসু বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। এখন প্রধান কাজ হল আগুন নিয়ন্ত্রণে আনা। আশা করছি আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে যাবে। দশটা পনেরো নাগাদ খবর পাই। সঙ্গে সঙ্গেই ইঞ্জিন পাঠাতে বলেছি। আগুন আরও ছড়িয়ে পড়তে পারত। তবে তা এখন কন্ট্রোলে রয়েছে। 

অনেকটা এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ায় দমকল এখন যেটা দেখছেন কোথাও কোনও পকেট ফায়ার রয়েছে কিনা। গোটা বিষয়টি তদাকরি করছেন সুজিত বসু। এখনওপর্যন্ত কারও আহত হওয়ার কোনও খবর নেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.