শিলাদিত্যকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ মানাবাধিকার কমিশনের
প্রকাশ্য জনসভায় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী আখ্যা দিয়ে তাঁর মানবাধিকার লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই মত রাজ্য মানবাধিকার কমিশনের। এর জন্য শিলাদিত্য চৌধুরীকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে কমিশন। ২ মাসের মধ্যে রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশ্য জনসভায় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী আখ্যা দিয়ে তাঁর মানবাধিকার লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই মত রাজ্য মানবাধিকার কমিশনের। এর জন্য শিলাদিত্য চৌধুরীকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে কমিশন। ২ মাসের মধ্যে রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর বেলপাহাড়ির প্রকাশ্য জনসভা থেকে গ্রেফতার করা হয়েছিল শিলাদিত্য চৌধুরীকে। কমিশনের মতে, এই ঘটনায় শিলাদিত্যের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে কমিশন আশা প্রকাশ করেছে, মুখ্যমন্ত্রীর পদ যেহেতু সাংবিধানিক, সেকারণে তিনি নিশ্চয়ই সংবিধান মেনে চলবেন।