কার্টুনকাণ্ডের জের: মানবাধিকার কমিশনের সামনে হাজিরা পুলিস কমিশনারের

কার্টুনকাণ্ডে এবার রাজ্য মানবাধিকার কমিশনের সামনে হাজির হতে হল কলকাতা পুলিস কমিশনারকে। ফেসবুকে কার্টুন ফরোয়ার্ড করে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। গড়িয়া সমবায় আবাসনের এই বাসিন্দাকে স্থানীয় কয়েকজন নির্মাণ সরবরাহকারী এবং তৃণমূল কংগ্রেস কর্মী মারধরও করেছিল।

Updated By: Jul 5, 2012, 10:34 AM IST

কার্টুনকাণ্ডে এবার রাজ্য মানবাধিকার কমিশনের সামনে হাজির হতে হল কলকাতা পুলিস কমিশনারকে। ফেসবুকে কার্টুন ফরোয়ার্ড করে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। গড়িয়া সমবায় আবাসনের এই বাসিন্দাকে স্থানীয় কয়েকজন নির্মাণ সরবরাহকারী এবং তৃণমূল কংগ্রেস কর্মী মারধরও করেছিল।
`অশ্লীল` ব্যঙ্গচিত্র ইমেল করার দায়ে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে পুলিস গ্রেফতার করে। জামিনযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হলেও পুলিস সেই রাতে থানা থেকে তাঁকে জামিন দেয়নি। পরদিন আদালত থেকে তিনি জামিন পান। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিসের ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্তরা গ্রেফতার হয়ে কালবিলম্ব না করেই ছাড়া পেয়ে যায়। এই অবস্থায় রাজ্য মানবাধিকার কমিশন রিপোর্ট চায় পুলিস কমিশনারের কাছ থেকে। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় এবার সরাসরি কমিশনারকেই তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন।

.