দেহদানে অসহযোগিতা হাসপাতালের

ফের দেহ দান করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতার শিকার হলেন মৃতার বাড়ির লোকজন। 

Updated By: Oct 5, 2011, 04:22 PM IST

ফের দেহ দান করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতার শিকার হলেন মৃতার বাড়ির লোকজন। 
অভিযোগ উঠেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। 
মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মধ্যমাগ্রাম বসুনগরের বাসিন্দা শুভ্রা রায়ের।
মেডিক্যাল কলেজে তাঁর মরণোত্তর দেহ দান করা ছিল।
আজ দুপুরে শুভ্রা দেবীর দেহ নিয়ে হাসপাতালে পৌঁছলে কর্তৃপক্ষ দেহ নিয়ে আস্বীকার করে বলে অভিযোগ।
হাসপাতালের তরফে বলা হয় সুপার ছুটিতে রয়েছেন। রেজিস্ট্রারও অফিসে নেই।
এই পরিস্থিতিতে দেহটি মর্গে রাখার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
জানানো হয় শনিবার দেহটি দান করতে পারবেন পরিবারের সদস্যরা।
প্রায় তিনঘণ্টা ধরে দেহ নিয়ে নাকাল হওয়ার পর দেহটি সত্কারের সিদ্ধান্ত নেন শুভ্রা দেবীর বাড়ির লোক।
কয়েকদিন আগে এনআরএস হাসপাতালে দেহ দান করতে গিয়েও নাকাল হতে হয় দমদমের বাসিন্দা সঞ্জিতমোহন ব্যানার্জির বাড়ির লোকেদের।
পরে অনেক ঘোরাঘুরির পর আরজিকর হাসপাতালে দেহটি দান করতে সক্ষম হন সঞ্জিতমোহন বাবুর পরিবারের লোকেরা।   

.