বেনিয়াপুকুরে অগ্নিকাণ্ড
মহানবমীর মধ্যেই আগুন লেগে দুর্ঘটনা ঘটল বেনিয়াপুকুরে।আজ দুপুর পৌনে একটা নাগাদ তিন নম্বর গোরাচাঁদ লেনে একটি টায়ারের গুদামে আগুন লেগে যায়। খুব শিগগিরই সেই আগুন আশপাশের কয়েকটি গ্যারাজে ছড়িয়ে পড়ে
মহানবমীর মধ্যেই আগুন লেগে দুর্ঘটনা ঘটল বেনিয়াপুকুরে।আজ দুপুর পৌনে একটা নাগাদ তিন নম্বর গোরাচাঁদ লেনে একটি টায়ারের গুদামে আগুন লেগে যায়।
খুব শিগগিরই সেই আগুন আশপাশের কয়েকটি গ্যারাজে ছড়িয়ে পড়ে। আগুন বড় চেহারা নিতেই বস্তির মানুষ নিজেদের ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
স্থানীয়দের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায়, আগুন বেশি করে ছড়িয়েছে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে দুদফায় আরও আটটি ইঞ্জিন পাঠানো হয়। দশটি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিন যুবক গুরুতর আহত হয়েছেন।
তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দমকলমন্ত্রী জাভেদ খান এলাকায় গেলে, স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।
দমকল পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। টায়ারের গুদামে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।