নম্বর কেলেঙ্কারির জেরে অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সচিব

চব্বিশ ঘণ্টার খবরের জের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিবকে সরানোর নির্দেশ দিল শিক্ষা দফতর। সংসদের নতুন সচিব হতে চলেছেন চন্দননগর গভর্মেন্ট কলেজের অধ্যাপক অচিন্ত্য কুমার পাল।  কিছুদিন আগে নিয়ম ভেঙে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে সচিবের বিরুদ্ধে। তবে কেন সচিবকে সরানো হল, তার কোনও কারণ সরকারি নির্দেশে উল্লেখ করা নেই।

Updated By: Oct 3, 2012, 05:13 PM IST

চব্বিশ ঘণ্টার খবরের জের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিবকে সরানোর নির্দেশ দিল শিক্ষা দফতর। সংসদের নতুন সচিব হতে চলেছেন চন্দননগর গভর্মেন্ট কলেজের অধ্যাপক অচিন্ত্য কুমার পাল।  কিছুদিন আগে নিয়ম ভেঙে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে সচিবের বিরুদ্ধে। তবে কেন সচিবকে সরানো হল, তার কোনও কারণ সরকারি নির্দেশে উল্লেখ করা নেই।
বেশ কিছুদিন আগে নিয়ম ভেঙে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বাড়ানোর অভিযোগ ওঠে । সচিবই নিয়ম ভেঙে নম্বর বাড়িয়েছেন হলে অভিযোগ। চব্বিশ ঘণ্টায় এ খবর সম্প্রচার করা হয়। যার জেরে মেয়াদ শেষ হওয়ার আগেই অভিযুক্ত সচিবকে সরানো হল বলে মনে করা হচ্ছে। নিয়ম ভেঙে তিনি যে একাজ করেছেন তদন্তের সময় সে কথা স্বীকারও করে নেন অভিযুক্ত সচিব। ২৭ সেপ্টেম্বর জারি করা অর্ডারে অভিযুক্ত সচিবকে সরানোর নির্দেশ দেয় শিক্ষা দফতর। বুধবার সেই নির্দেশ পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। তবে নির্দেশে সচিবকে সরানোর কারণ হিসেবে কিছুই উল্লেখ করা হয়নি। বিকাশ ভবন সূত্রের খবর নম্বর কেলেঙ্কারির জেরেই এই সিদ্ধান্ত। কিন্তু কেন সেকথা অর্ডারে বলা হল না? অনেকেরই ধারনা এই কারণের কথা অর্ডারে লেখা থাকলে তাতে সরকারের বিপাকে পড়তে হত। কারণ ক্ষমতায় আসার পর বর্তমান সরকারই এই ব্যক্তিকে ওই পদে নিয়ে আসেন। 
 

.