অমিত শাহের সভা নিয়ে পুরসভা ও দমকলের মতামত চাইল হাইকোর্ট

ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে এবার পুরসভা ও দমকলের মতামত চাইল হাইকোর্ট। ৩০ নভেম্বর এই সভা হওয়ার কথা থাকলেও পুলিসের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

Updated By: Nov 25, 2014, 03:10 PM IST
অমিত শাহের সভা নিয়ে পুরসভা ও দমকলের মতামত চাইল হাইকোর্ট

কলকাতা: ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে এবার পুরসভা ও দমকলের মতামত চাইল হাইকোর্ট। ৩০ নভেম্বর এই সভা হওয়ার কথা থাকলেও পুলিসের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

শাসকদলকে সভার অনুমতি দেওয়া হলেও কেন বিজেপিকে অনুমতি দেওয়া হবে না তা নিয়ে মামলা করে বিজেপি। কলকাতার পুলিস কমিশনারকে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে সভা করতে না দেওয়ার কারণ জানাতে বলেন বিচারপতি দেবাংশু বসাক। এরপরই কলকাতার পুলিসের তরফে বিজেপি সদর দফতরে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় ওই সভার জন্য কলকাতা পুরসভা ও দমকলের অনুমতি ছিল না ।

.