এবার শতাব্দী রায়, সারদাকাণ্ডে এসএফআইওর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
সারদাকাণ্ডে এসএফআইওর নজরে এবার তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এসএফআইও। রিপোর্টে বলা হয়েছে শতাব্দী শুধু সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডারই ছিলেন না। এরচেয়েও আরও গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল শতাব্দীকে। অন্য সংস্থার কাছে সারদার ভাল দিকগুলি তুলে ধরার দায়িত্ব ছিল শতাব্দী রায়ের ওপর।
অন্যদিকে, সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজের মালিকানাধীন টিভি চ্যানেল বিক্রি করেন শুভাপ্রসন্ন। চালু না হওয়া, পরিকাঠামোহীন ওই চ্যানেলের পিছনে বিশাল অঙ্কের টাকা ঢেলেছিলেন সারদা কর্তা। সেই কেনাবেচার তদন্তে নেমে শিল্পীর আরও বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি। চ্যানেল কেনাবেচা সম্পর্কে জানতে ইতিমধ্যে শিল্পীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। কিন্তু বারবারই অভিযোগ উঠেছে, বহু তথ্য গোপন করছেন শুভাপ্রসন্ন। এরই মধ্যে ইডির নজরে আসে তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কের এবং অন্যটি রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। দুটি অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।