নোট সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক নবান্নে

কবে কাটবে নোট ভোগান্তি? রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে কবে, তা নিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর রেখা ওয়ারিয়ারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব। নবান্নে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন SBI-র চিফ জেনারেল ম্যানেজার সহ অন্য ব্যাঙ্ক কর্তারা। রাজ্যের তরফে মুখ্যসচিব ছাড়াও ছিলেন স্বরাষ্ট্র সচিব ও অর্থসচিব।

Updated By: Nov 17, 2016, 11:45 PM IST
নোট সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক নবান্নে

ওয়েব ডেস্ক : কবে কাটবে নোট ভোগান্তি? রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে কবে, তা নিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর রেখা ওয়ারিয়ারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব। নবান্নে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন SBI-র চিফ জেনারেল ম্যানেজার সহ অন্য ব্যাঙ্ক কর্তারা। রাজ্যের তরফে মুখ্যসচিব ছাড়াও ছিলেন স্বরাষ্ট্র সচিব ও অর্থসচিব।

আরও পড়ুন- ঝক্কি-ভোগান্তি সয়েও মোদীর নোট বাতিল সিদ্ধান্তের পাশেই আম আদমি

RBI -র তরফে জানানো হয়েছে রাজ্যে নোটের জোগান বাড়ানো হচ্ছে। আট-দশদিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। ATM  পরিষেবাও স্বাভাবিক হয়ে যাবে বলে রাজ্যকে আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তারা।

.