রক্সি সিনেমা খোলার নির্দেশ হাইকোর্টের

রক্সি সিনেমা হল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মুক্তি পাচ্ছে নতুন ছবি। সে কারণে আজ সন্ধেয় মালিকপক্ষ সিনেমা হল খুলতে পারবেন, এই মর্মে অনুমতি দিয়েছ হাইকোর্ট।

Updated By: Oct 24, 2011, 12:52 PM IST

রক্সি সিনেমা হল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার  মুক্তি পাচ্ছে নতুন ছবি। সে কারণে মঙ্গলবার সন্ধেয় মালিকপক্ষ সিনেমা হল খুলতে পারবেন, এই মর্মে অনুমতি দিয়েছ হাইকোর্ট। তবে আগামী তিন দিনের মধ্যে সিনেমা হল কর্তৃপক্ষকে পাঁচ বছরের বকেয়া কর মিটিয়ে দিতে হবে। এই শর্ত না মানলে হলে ফের তালা ঝোলাতে পারবে পুর কর্তৃপক্ষ।
একই সঙ্গে নিরানব্বই বছরের মেয়াদে লিজ রিনিউ করার জন্য এক মাসের মধ্যে সিনেমা হল কর্তৃপক্ষকে অগ্রিম হিসাবে জমা দিতে হবে এককোটি টাকা, এই মর্মেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতমাসে রক্সি কর্তৃপক্ষকে বাইশ কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে লিজ রিনিউ করার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। তবে সংস্থার কর্তৃপক্ষ এত টাকা দিতে রাজি না হওয়ায় গত শনিবার চব্বিশ ঘ্ন্টার মধ্যে বাড়ি খালি করার নোটিস জারি করে পুর কর্তৃপক্ষ। এরপর গতকাল রক্সি সিনেমা হল সমেত ফোর এ চৌরঙ্গী প্লেসের বহুতলটির দখল নেয় পুরসভা।

.