বেঙ্গালুরুর পর হাই অ্যালার্ট জারি কলকাতায়, তবে কতটা সতর্ক মহানগর?
বেঙ্গালুরুতে বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিতে। সতর্কতা জারি হয়েছে হয়েছে কলকাতায়। কিন্তু কতটা সতর্ক হয়েছে এ শহর? রাতে কলকাতা ঘুরে দেখল চব্বিশ ঘণ্ট।
শীতের রাত। অন্য সময়ের থেকে অনেক বেশি শুনশান ডিসেম্বরের শেষ রোববারের মধ্যরাতের কলকাতা। চব্বিশ ঘণ্টার প্রথম গন্তব্য কালীঘাট। গাড়ি আটকে চলছে চেকিং। গভীর রাতেও এখানে সতর্ক কলকাতা পুলিস। পরের গন্তব্য ধর্মতলা। রাতের ধর্মতলা একেবারে অন্য রকম। জনশূণ্য। এখানেও চলছে রাত পাহারা। ছবিটা বদলে গেল উল্টো ডাঙায় গিয়ে। শুনশান পুলিস কিয়ক্স। কেউ নেই কোথাও। গাড়ি আটকে চেকিংতো দূরের কথা।
উত্সবের মরসুমে হামলা হতে পারে। আগে থেকেই সতর্কতা ছিল মেট্রো শহরগুলিতে। বেঙ্গালুরুতে বিস্ফেরণের পর দিল্লিতে হাই অ্যালার্ট জারি হয়েছে । বর্ষ বরণের উত্সবের আগে কলকাতার নিরাপত্তায় কোথাউ ঘাটতি থেকে যাচ্ছে না তো?