পৌষের শুরুতেই উত্তুরে হাওয়ার দাপট! এক ধাক্কায় কলকাতায় পারদ নামল ৩ ডিগ্রি

শীতল উত্তুরে হাওয়ার জেরে শুধুমাত্র রাতে নয়, দিনের তাপমাত্রাও নেমে গেছে বেশ খানিকটা।

Reported By: অয়ন ঘোষাল | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 19, 2019, 09:24 AM IST
পৌষের শুরুতেই উত্তুরে হাওয়ার দাপট! এক ধাক্কায় কলকাতায় পারদ নামল ৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদন:  পৌষের শুরুতেই উত্তুরে হাওয়ার দাপট। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা। আজও এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। বড়দিনের আগে আরও কমতে পারে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  

আর উত্তুরে হাওয়ায় কোনও বাধা নেই। হু হু করে নামছে তাপমাত্রা। আগামী দু দিনের তাপমাত্রা আরও বেশ কিছুটা নামার ইঙ্গিত হাওয়া অফিসের। শীতল উত্তুরে হাওয়ার জেরে শুধুমাত্র রাতে নয়, দিনের তাপমাত্রাও নেমে গেছে বেশ খানিকটা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস। কলকাতাসহ রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত।

আজ শীতলতম দিন কলকাতায়। তাপমাত্রা গত দু'দিনে নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ৪ ডিগ্রি নেমে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আরও কমতে পারে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন - LA LIGA 2019-20: ১৭ বছর পর বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো গোলশূন্য

.