ট্যাংরায় প্রতিবাদী যুবকের মৃত্যুতে উত্তেজনা, দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

অধরা দুই যুবকের খোঁজে চলছে তল্লাসি।

Reported By: রণয় তেওয়ারি | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 19, 2019, 07:40 AM IST
ট্যাংরায় প্রতিবাদী যুবকের মৃত্যুতে উত্তেজনা, দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন : শেষ হল প্রতিবাদীর লড়াই। যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তাল ট্যাংরা এলাকা। থানার সামনে দেহ রেখে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওঠে ঘন ঘন স্লোগান।

জানা গিয়েছে, দুর্গাপুজোর নবমীর দিন বাড়ি থেকে বেরোন ট্যাংরা রোডের বাসিন্দা বছর কুড়ির কুন্দন যাদব। ট্যাংরার রেলওয়ে ময়দানের কাছে কুন্দনকে দেখে কটুক্তি করে চার মদ্যপ যুবক। অভিযোগ, প্রতিবাদ করলে কুন্দনকে ধরে বেধড়ক মারধর করে তারা। এনআরএস হাসপাতালে প্রায় আট দিন ভেন্টিলেশনে ছিলেন কুন্দন। সেখান থেকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করলে মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় কুন্দনের।

আরও পড়ুন- Exclusive: মমতাকে বিঁধতে 'মেরুকরণ' হাতিয়ারে একাধিক কর্মসূচি বিজেপির

এরপরই বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন। পুলিস সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যেই  রিকি রাউত ও ভিকি খটিক নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অধরা দুই যুবকের খোঁজে চলছে তল্লাসি। পুলিস সূত্রে জানা গিয়েছে, কুন্দন যেহেতু মারা গিয়েছে, তাই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে।

 

.