'স্বাস্থ্যই সম্পদ!' আয়ুর্বেদ দিবসে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

এদিন অনুষ্ঠান শেষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বেশ কিছুক্ষণ হাঁটেন তিনি।

Updated By: Oct 25, 2019, 10:26 AM IST
'স্বাস্থ্যই সম্পদ!' আয়ুর্বেদ দিবসে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
ছবি: শ্রাবন্তী সাহা

শ্রাবন্তী সাহা: স্বাস্থ্যই সম্পদ। আয়ুর্বেদ দিবসে সেন্ট্রাল পার্কের একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন অনুষ্ঠান শেষে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বেশ কিছুক্ষণ হাঁটেন তিনি।

 

আজ আয়ুর্বেদ দিবসে সেন্ট্রাল পার্কের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, "যে কোনও দেশে স্বাস্থ্যই সম্পদ। পাঁচ হাজার বছরের পূরোনো এই পদ্ধতি কোনও দেশে নেই। চিনেও নেই।" কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান পর্ষদের অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘরে ঘরে আয়ুর্বেদ পৌছে দেওয়ার বার্তা দেন রাজ্যপাল।  

আরও পড়ুন - নিম্নচাপের জেরে এক নাগাড়ে বর্ষণ! আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

রাজ্যপাল জগদীপ ধনকড় এই আয়ুর্বেদ অনুষ্ঠানে গিয়েও মোদীর প্রশংসা করেন। রাজ্যপালের মতে, মোদী যোগাকে যেভাবে সামনে এনেছেন সেটা প্রশংসনীয়। পশ্চিমবঙ্গও এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অনুরোধ করব আয়ুর্বেদ ঘরে ঘরে পৌঁছে দিতে। সব রাজ্যেরই এব্যাপারে এগিয়ে আসা উচিৎ, বলে মনে করেন রাজ্যপাল।

.