পুলিস তাঁকে গ্রেফতার করতে চাইছে, গ্রেফতারি আটকাতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক, আর্জি নারদ-কর্তা স্যামুয়েলের

নিম্ন আদালতে সমন জারি হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েল। পুলিস তাঁকে গ্রেফতার করতে চাইছে। গ্রেফতার আটকাতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন তিনি। আদালত তাঁকে লিখিতভাবে গোটা বিষয়টি জানাতে বলেছে। বুধবার ম্যাথুর আর্জির শুনানি হবে। পুলিস তলব করলেও দু-বার হাজিরা এড়িয়ে গেছেন ম্যাথু স্যামুয়েল।

Updated By: Jul 25, 2016, 12:13 PM IST
পুলিস তাঁকে গ্রেফতার করতে চাইছে, গ্রেফতারি আটকাতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক, আর্জি নারদ-কর্তা স্যামুয়েলের

ওয়েব ডেস্ক: নিম্ন আদালতে সমন জারি হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েল। পুলিস তাঁকে গ্রেফতার করতে চাইছে। গ্রেফতারি আটকাতে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন তিনি। আদালত তাঁকে লিখিতভাবে গোটা বিষয়টি জানাতে বলেছে। বুধবার ম্যাথুর আর্জির শুনানি হবে। পুলিস তলব করলেও দু-বার হাজিরা এড়িয়ে গেছেন ম্যাথু স্যামুয়েল।

আরও পড়ুন- কী কারণে খুন আবেশ দাশগুপ্ত?

তদন্তকারীরা নিম্ন আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার তাঁকে পুলিসের সামনে হাজির হওয়ার নির্দেশ দেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা এক সপ্তাহের মধ্যে ম্যাথু হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ফের আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এরই মধ্যে পাল্টা আইনি পদক্ষেপ করে নারদ-কর্তা উচ্চ আদালতের দ্বারস্থ হলেন। স্টিং অপারেশন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছে। তাই, হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করুক বলে আবেদন জানিয়েছেন নারদ-কর্তা।

আরও পড়ুন- আজ শহরের সব খবর এক নজরে

.