জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পা রেখেই আবেগাপ্লুত হাসিনা
সূত্রের খবর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও এখানকার সংগ্রহশালা ঘুরে দেখবেন শেখ হাসিনা। জানা যাচ্ছে, বঙ্গবন্ধুকে ঘিরেই আয়োজিত হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতী সমাবর্তন অনুষ্ঠান সেরেই জোড়াসাঁকো এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তাঁকে সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু।
সূত্রের খবর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও এখানকার সংগ্রহশালা ঘুরে দেখবেন শেখ হাসিনা। জানা যাচ্ছে, বঙ্গবন্ধুকে ঘিরেই আয়োজিত হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের পর শান্তিনিকেতনে বহু প্রতিক্ষীত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন হাসিনার বক্তব্যজুড়ে ছিল দু'দেশের যৌথ ঐতিহ্য ও বিভিন্ন সময় বাংলাদেশের প্রতি ভারতের নানা অবদানের জন্য কৃতজ্ঞতা।