বালিগঞ্জ ফাঁড়ির কাছে ফুডকোর্টে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশো মানুষ

অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশো মানুষ। বালিগঞ্জ ফাঁড়ির এক অভিজাত ফুডকোর্টে আজ বিকেলে আগুন লাগলে আতঙ্ক ছড়ায়। দমকলের চারটি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ দমকলের।

Updated By: Feb 15, 2014, 10:21 PM IST

অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশো মানুষ। বালিগঞ্জ ফাঁড়ির এক অভিজাত ফুডকোর্টে আজ বিকেলে আগুন লাগলে আতঙ্ক ছড়ায়। দমকলের চারটি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ দমকলের।

ফুডকোর্টের চারতলায় বসেছিল বিয়ের আসর। অতিথিদের ভিড়ে ঠাসা ছিল ব্যাঙ্কোয়েট। এছাড়া ফুডকোর্টের অন্যান্য ক্রেতারা তো ছিলেনই। বিকেলে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফুডকোর্ট জুড়ে।

অতিথি ও ক্রেতা নিরাপদে বেরিয়ে গেলেও, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন শমিক সরকার নামে ফুডকোর্টের এক কর্মী। দমকলের চারটি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ফুডকোর্টের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

.