সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে  রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করল কলকাতা প্রেস ক্লাব। কলকাতা প্রেস ক্লাবের তরফে রাজ্যপালকে চিঠিও দেওয়া হয়েছে। সাতই জুন বারাকপুরে খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার সাংবাদিক বরুন সেনগুপ্ত। তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়।

Updated By: Jun 22, 2013, 11:58 AM IST

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে  রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করল কলকাতা প্রেস ক্লাব। কলকাতা প্রেস ক্লাবের তরফে রাজ্যপালকে চিঠিও দেওয়া হয়েছে। সাতই জুন বারাকপুরে খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার সাংবাদিক বরুন সেনগুপ্ত। তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়।
দুটি ঘটনার কথাই চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, খবর সংগ্রহ করতে গিয়ে যে ভাবে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন তাতে আগামি দিনে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকরা নিরাপত্তার অভাব বোধ করছেন।  সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সরকারের তরফে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে চিঠিতে ।

.