রাজ্যের জমিনীতির সমালোচনায় রাজ্যপাল

রাজ্যের শিল্পে বিনিয়োগ টানার ক্ষেত্রে জমি যে একটা সমস্যা তা মেনে নিলেন রাজ্যপাল। শিল্পের জন্য জমি নিতে হবে বিনিয়োগকারীদেরই। রাজ্য সরকারের এই ঘোষণায় বিনিয়োগে উত্সাহ হারাচ্ছে শিল্পমহল। আজ কলকাতার একটি অনুষ্ঠানে রাজ্যপাল স্বীকার করে নেন, রাজ্যে শিল্পের জন্য জমি একটা সমস্যা। তবে সেই সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়েছে বলেও জানান তিনি।

Updated By: Dec 6, 2012, 08:14 PM IST

রাজ্যের শিল্পে বিনিয়োগ টানার ক্ষেত্রে জমি যে একটা সমস্যা তা মেনে নিলেন রাজ্যপাল। শিল্পের জন্য জমি নিতে হবে বিনিয়োগকারীদেরই। রাজ্য সরকারের এই ঘোষণায় বিনিয়োগে উত্সাহ হারাচ্ছে শিল্পমহল। আজ কলকাতার একটি অনুষ্ঠানে রাজ্যপাল স্বীকার করে নেন,  রাজ্যে শিল্পের জন্য জমি একটা সমস্যা। তবে সেই সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়েছে বলেও জানান তিনি।
শিল্পের জন্য  জোর করে জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার। জমির ব্যবস্থা করতে হবে শিল্পপতিদেরই। দুবরাজপুরের লোবা গ্রামের জনসভায় ফের রাজ্য সরকারের জমিনীতি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।  কিন্তু সরকারের জনদরদী ভাবমূর্তি রক্ষায় মুখ্যমন্ত্রী যাই বলুন, জমির সমস্যা না মিটলে এরাজ্যে যে বড় কোনও বিনিয়োগ আসবে না, নানা ভাবে তা স্পষ্ট করেছে শিল্পমহল।  শিল্পে বিনিয়োগের জন্য এরাজ্যে জমি যে একটা বড়  সমস্যা এবার   তা মেনে নিলেল রাজ্যপালও।
জমি জটের গেরো তো আছেই। সম্প্রতি বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী ও কৃষি প্রতিমন্ত্রী বিতর্কিত মন্তব্যেও বিড়ম্বনায় রাজ্য সরকার। বিধানসভার এক অনুষ্ঠানে বিচার ব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা আদালত অবমাননার মামলা শুনানি শুক্রবার।  সিঙ্গুরের জমি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা  করেছে হাইকোর্ট। বেচারাম মান্নার মন্তব্যের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। এনিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান রাজ্যপাল।

.