Municipal Election 2022: পুরভোটে রাজ্যজুড়ে 'অশান্তি', রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

কাল সকাল ১০টায় রাজভবনে তলব।

Updated By: Feb 27, 2022, 05:51 PM IST
Municipal Election 2022: পুরভোটে রাজ্যজুড়ে 'অশান্তি', রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন : পুরভোটে (Municipal Election 2022) অশান্তির অভিযোগ বিরোধীদের। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। কাল সকাল ১০টায় রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১০টার আগে যে কোনও সময় আসতে বলেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত,  ১০৮ পুরসভার (Municipal Election 2022) ভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে কি হবে না? সেই নিয়ে সিদ্ধান্ত কমিশনের উপরই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন (Municipal Election 2022) হয়, তাহলে কোনও অশান্তি হলে দায়ী থাকবেন কমিশনার। এমনটাও বলেছিল আদালত। হাইকোর্টের এই নির্দেশের পরই তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরের আবেদন ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। ওদিকে কমিশন হাইকোর্টে জানিয়ে দেয় যে, রাজ্য পুলিসেই ভোট করা হবে। 

ওদিকে রবিবার পুরভোটের সকাল থেকেই জেলায় জেলায় অশান্তির খবর মেলে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হন বিরোধীরা। ভোটদানে বাধা দেওয়া থেকে ছাপ্পা দেওয়া, মারধরের অভিযোগ ওঠে। এমনকি, বিজেপি সাংসদ অর্জুন সিংকে উদ্দেশ করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় অধীর চৌধুরীকেও। পুলিসের গাড়ি এসকর্ট করে নিয়ে যায় তাঁকে। অভিযোগ ওঠে ইভিএম ভাঙচুরের। এমনকি জয়নগরে গুলি চলে বলেও অভিযোগ। কামারহাটিতে গাড়ি ভাঙচুর, উল্টে দেওয়ার মত ঘটনা ঘটে। সবমিলিয়ে ভোট ঘিরে এদিন দিনভর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মেলে।

আরও পড়ুন, Jaynagar: জয়নগরে বহিরাগতদের দাপট! ১৩ নম্বর বুথে গুলি চলার অভিযোগ বিরোধীদের

Adhir Chowdhury: বহরমপুরে অধীরের গাড়ি ঘিরে তুলকালাম তৃণমূলের, এসকর্ট বের করল পুলিস

Kamarhati: কামারহাটিতে উত্তেজনা, গাড়ি ভাঙচুর, '২ মিনিটে মোকাবিলা করতে পারি, দলের নির্দেশে করছি না', হুঁশিয়ারি মদনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.