Governor Security: রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী
নভেম্বরে বাংলার রাজ্যপাল পদে শপথ নেন সিভি আনন্দ বোস। জি প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন তিনি।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: নিরাপত্তা বাড়ছে রাজ্যপালের। স্রেফ Z প্লাস ক্যাটেগরি নয়, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। চলতি সপ্তাহেই CRPF মোতায়েন করা হবে বলে খবর।
রাজভবনে তখন জগদীপ ধনখড়। রাজ্যপালের নিরাপত্তা দায়িত্বে ছিল রাজ্য পুলিস। পরে কেন্দ্রীয় বাহিনী চান ধনখড়। এরপর যতদিন রাজ্যপাল ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়েছেন তিনি। জগদীপ ধনখড় এখন দেশের উপ-রাষ্ট্রপতি। বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। নভেম্বরে রাজ্যপাল পদে শপথ নেন সিভি আনন্দ বোস। শপথগ্রহণের মাস তিনেকের পর, রাজ্যপালের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন: CBI, Bikash Bhavan: ফের বিকাশভবনে সিবিআই...
১৯৭৭ সালের আইপিএস অফিসার সিভি আনন্দ বোস। জেলাশাসক, মুখ্যসচিব সহ-প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। এমনকী, উপাচার্যও হয়েছিলেন! বাংলার রাজ্যপাল হওয়ার আগে মেঘালয় সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন সি ভি আনন্দ বোস।