চিটফান্ড ইস্যুতে রাজ্যের সমালোচনায় গৌতম দেব
বিধানসভায় যে ইস্যুতে মুলতুবি প্রস্তাব ঘিরে ধুন্ধুমার কান্ড, আজ সেই চিটফান্ড ইস্যুতেই রাজ্য সরকারকে তুলোধোনা করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তাঁর অভিযোগ চিটফান্ড ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্ক ব্যবস্থা নেওয়ার কথা বললেও চুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বিধানসভায় যে ইস্যুতে মুলতুবি প্রস্তাব ঘিরে ধুন্ধুমার কান্ড, আজ সেই চিটফান্ড ইস্যুতেই রাজ্য সরকারকে তুলোধোনা করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তাঁর অভিযোগ চিটফান্ড ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্ক ব্যবস্থা নেওয়ার কথা বললেও চুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
চিটফান্ডের রমরমায় সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন গৌতম দেব । তিনি বলেন, এর ফলে বিপদের মুখে সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সঙ্গে জড়িত ৬ লক্ষ ৭২ হাজার এজেন্ট।
চিটফান্ডের বাড়বাড়ন্তের জন্য সুর চড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন গৌতম দেব। তাঁর অভিযোগ, চিটফান্ড নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী।