আবার ব্যস্ততার আশা নিয়ে অপেক্ষায় খাঁ খাঁ মহাকরণ

সপ্তাহের প্রথম কাজের দিন। খাঁ খাঁ করছে বিবিদি বাগের মহাকরণ। অধিকাংশ দফতরই চলে গিয়েছে নবান্নে। ফাঁকা দফতর, শূণ্য চেয়ার নিয়ে আর পাঁচটা ছুটির দিনের মতোই কাটাল লাল দিঘির লাল বাড়ি।

Updated By: Oct 7, 2013, 09:44 PM IST

সপ্তাহের প্রথম কাজের দিন। খাঁ খাঁ করছে বিবিদি বাগের মহাকরণ। অধিকাংশ দফতরই চলে গিয়েছে নবান্নে। ফাঁকা দফতর, শূণ্য চেয়ার নিয়ে আর পাঁচটা ছুটির দিনের মতোই কাটাল লাল দিঘির লাল বাড়ি।
ভিআইপি করিডোরের চেনা ব্যস্ততা নেই। নেই বিভিন্ন কাজে বাইরে থেকে আসা মানুষদের লম্বা লাইন। নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তবে নেই আগের ব্যস্ততা। ইতিমধ্যেই মহাকরণের অধিকাংশ দফতর স্থানান্তরিত হয়েছে নবান্নে। নবান্নেই বসছেন মুধ্যমন্ত্রী সহ অধিকাংশ মন্ত্রী। এই মুহূর্তে মহাকরণে রয়েছেন আটজন মন্ত্রী ও হাতে গোনা কয়েকজন কর্মী।  কাজ চলছে, তবে কোথাও যেন আগের ব্যস্ততার সুরটা হারিয়ে গিয়েছে।

.