অভিনব কায়দায় সোনা পাচার দমদম বিমানবন্দরে

দমদম বিমানবন্দর থেকে ৮০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করল শুল্কদফতর। আজ সকালে ব্যাঙ্কক থেকে আসা তিন যাত্রীকে দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। তাদের আনা জিনিসপত্র তল্লাসি করে দেখা হয়।

Updated By: Jan 7, 2014, 05:32 PM IST

দমদম বিমানবন্দর থেকে ৮০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করল শুল্কদফতর। আজ সকালে ব্যাঙ্কক থেকে আসা তিন যাত্রীকে দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের। তাদের আনা জিনিসপত্র তল্লাসি করে দেখা হয়।

৪২ ইঞ্চি একটি এলইডি টিভির কভারের মধ্যে থেকে সোনার বিস্কুট ও গয়না উদ্ধার করা হয়। কালো কার্বন পেপার দিয়ে গয়নাগুলি মোড়া ছিল। ধৃতদের মধ্যে একজন পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

গত কয়েকমাসে বিমানবন্দর দিয়ে পাচারের পথে একাধিকবার উদ্ধার হয়েছে সোনা৷ তার ওপর আবার আজকের এই অভিনব কায়দায় প্রায় ৮০০ গ্রাম সোনা পাচারের ঘটনা৷ সব মিলিয়ে বেশ অস্বস্তিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

.