কংগ্রেস ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন মমতা: গৌরব গগৈ

গৌরবের অভিযোগ, কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Jan 28, 2019, 09:25 PM IST
কংগ্রেস ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন মমতা: গৌরব গগৈ

কমলিকা সেনগুপ্ত ও মৌমিতা চক্রবর্তী

লোকসভা ভোটের আগে কংগ্রেসের আরও একটা উইকেট ফেলল তৃণমূল। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর। মৌসমের যোগদানের পর রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈয়ের দাবি, কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ বলেন, কংগ্রেস কর্মীদের দল। নেতাদের উপরে নির্ভর করে না দল। গৌরবের বক্তব্য, দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, সর্বভারতীয় জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল। এদিকে রাজ্যে কংগ্রেসকেই ভাঙছেন।                

গৌরবের অভিযোগ, কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর মৌসম বেনজির নুর দাবি করেন, বিজেপিকে রুখতে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

গৌরবের সুরেই বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন,''তৃণমূলে দু নম্বর ব্যক্তি ছিলেন মুকুল রায়। উনি বিজেপিতে চলে গিয়েছেন। প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সংসদও ওই দলে। আরো অনেকে বিজেপিতে যাবে বলে শুনছি। সে জন্য কি তৃণমূল পার্টি উঠে গেছে! নাকি মমতার দলের কোনো ক্ষতি হয়েছে! তাহলে এরা চলে গেলে কংগ্রেসেরও কোনও লোকসান হবে না। কংগ্রেস সর্বভারতীয় দল, কে কোন দলে যাচ্ছে, তাতে কংগ্রেস এর কোনও ক্ষতি হবে না। তৃণমূলের যাঁরা বিজেপি গিয়েছে, তাঁদের নিয়ে বিজেপির যেমন কোনও লাভ হচ্ছে না, তেমন দশা হবে তৃণমূলের''।

আরও পড়ুন- পারমিট ছাড়াই কলকাতায় বহাল বাস রুট, জানেন না পরিবহণ কর্তারাই

তৃণমূলে যোগদানের পর মৌসম বেনজির নুর বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করব। উনিই আমাদের মুখ। ওনাকে দেখে যোগ দিলাম।এ ক ইঞ্চি মাটি ছাড়ব না বিজেপিকে''।  

 

.