যতই থাকুক লকডাউন , মাছ না কিনলে চলে! 'হটস্পট' হওয়ার পরও শিয়ালদা কোলে মার্কেটের চিত্রটা দেখুন

কলকাতা কোলে মার্কেটে পাশাপাশি দাঁড়িয়েই বাজার করতে দেখা যাচ্ছে একাংশকে। অনেকের মুখে আবার মাস্ক পর্যন্ত নেই। এমনই অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Apr 16, 2020, 10:24 AM IST
যতই থাকুক লকডাউন , মাছ না কিনলে চলে! 'হটস্পট' হওয়ার পরও শিয়ালদা কোলে মার্কেটের চিত্রটা দেখুন

নিজস্ব প্রতিবেদন:  কলকাতা-সহ রাজ্যের চার জেলাকে হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। অথচ তাতে বোধহয় একটুও টনক নড়েনি কলকাতাবাসীর। মাস্ক পরা তো দূর অস্ত, ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখছেন না কেউ কেউ। বৃহস্পতিবার সকালেও কলকাতা কোলে মার্কেটের ছবিটা আর পাঁচটা সাধারণ দিনের মতোই। দেখে বোঝবার উপায় নেই, গোটা দেশ, গোটা বিশ্ব যেখানে এক অসম লড়াইয়ের সম্মুখীন।
কলকাতা কোলে মার্কেটে পাশাপাশি দাঁড়িয়েই বাজার করতে দেখা যাচ্ছে একাংশকে। অনেকের মুখে আবার মাস্ক পর্যন্ত নেই।
এমনই অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।

'আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন', মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা রাজ্যপালের
ঠাসাঠাসি ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেই বাজার বিক্রেতাদেরই সেখান থেকে তুলে দিচ্ছেন কর্তব্যরত পুলিসকর্মীরা। কিন্তু পুলিস কর্মীরা সেখান থেকে যেতেই আবার তথৈবচ অবস্থা।
সরকারের বারংবার প্রচার সত্বেও কেউ কেউ যে এখনও সচেতন হচ্ছেন না, শিয়ালদা কোলে মার্কেটের ছবিটা দেখলেই তা দিনের আলোর মতো পরিস্কার হয়ে যাবে। কর্মীরা।
কিন্তু পুলিশ কর্মীরা সেখান থেকে যেতেই আবার যেই কা সেই।
সরকারের বারংবার প্রচার সত্বেও এক শ্রেণীর মানুষ যে সচেতন হচ্ছেন না, শিয়ালদা কোলে মার্কেটের ছবিটা দেখলেই তা দিনের আলোর মতো পরিস্কার।

.