এস আই খুনের অভিযুক্তদের পুলিস হেফাজতের আর্জি খারিজ
গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এই ঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।
গার্ডেনরিচ কাণ্ডে ধাক্কা খেল সিআইডি। এই ঘটনায় চার অভিযুক্ত মহম্মদ মোক্তার, মহম্মদ মোস্তাক, ইবনে সউদ এবং শেখ সুভানের পুলিস হেফাজতের আর্জি খারিজ করে দিল আদালত। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে সউদ ও সেখ সুভানকে প্রেসিডেন্সি জেলে এবং মোক্তার ও মহম্মদ মোস্তাককে আলিপুর জেলে পাঠানো হয়েছে।
সিআইডি সূত্রে খবর, জেরার সময় ওই দিনের টিভি ফুটেজকেই হাতিয়ার করেছে মোক্তার। এস আই তাপস চৌধুরী গুলিবিদ্ধ হওযার সময় ঘটনাস্থলে হাজির থাকা নিয়ে তদন্তকারী অফিসারদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় সে। এরপর ধৃত মোক্তার এবং মোস্তাককে নিয়ে ঘটনাস্থলে যায় সিআইডি। কিন্তু এখনও পর্যন্ত কোনও অস্ত্র কিংবা বিস্ফোরক উদ্ধার হয়নি। আপাতত গার্ডেনরিচকাণ্ডে ধৃতদের মধ্য মহম্মদ ইমতিয়াজই সিআইডি হেফাজতে রয়েছে। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না এখনও অধরা।