সারদাকাণ্ডে বহিষ্কার অসীম দাশগুপ্তর আপ্তসহায়ক
প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর আপ্তসহায়ককে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম নেতৃত্ব। তিনি উত্তর ২৪ পরগনার খড়দহের সিপিআইএম নেতা। দলীয় মুখপত্র গণশক্তিতে জানানো হয়েছে, সিপিআইএম নেতৃত্বকে না জানিয়ে ব্যক্তিগত উদ্যোগে সারদা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর আপ্তসহায়ককে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম নেতৃত্ব। তিনি উত্তর ২৪ পরগনার খড়দহের সিপিআইএম নেতা। দলীয় মুখপত্র গণশক্তিতে জানানো হয়েছে, সিপিআইএম নেতৃত্বকে না জানিয়ে ব্যক্তিগত উদ্যোগে সারদা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার সারদা কেলেঙ্কারির তদন্তে বিধাননগর কমিশনারেটে ডেকে পাঠানো হয় গণেশ দেকে। দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন পুলিসকর্মীরা।