Municipal Election 2022: ভোট মিটতেই অশোক ভট্টাচার্যকে ফোন বুদ্ধের, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

বেশ কিছুক্ষণ কথা হল দু'জনের।

Updated By: Feb 12, 2022, 11:01 PM IST
Municipal Election 2022: ভোট মিটতেই অশোক ভট্টাচার্যকে ফোন বুদ্ধের, কী বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

নিজস্ব প্রতিবেদন: 'কেমন হল ভোট'? শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) ফোন করে খোঁজ খবর নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বেশ কিছুক্ষণ কথা হল দু'জনের।

রাজ্যে তখন সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। শাসকদলের দাপটে ধীরে ধীরে জমি হারাচ্ছে বিরোধীরা। একের পর এক পুরসভার যখন হাতছাড়া হয়ে গিয়েছে, তখন পাল্টা কৌশলে শিলিগুড়িতে কিন্তু বামেদের ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যই। এবারের পুরভোটে অবশ্য আর লড়তে চাননি তিনি। বরং বিধানসভা ভোটে 'একদা শিষ্য' শঙ্কর ঘোষের কাছে রাজনীতি থেকে 'সন্ন্যাস' ঘোষণা করেছিলেন। 

আরও পড়ুন: Municipal Election 2022: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ, সল্টলেকে পুলিস খুব ভালো কাজ করেছে, জানাল কমিশন

তাহলে প্রার্থী হলেন কেন? শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে নিজে ফোন করে ভোটে লড়ার পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফের বামফ্রন্টকে নেতৃত্ব দিতে বলেন। 'বুদ্ধদা' যে ফোন করেছিলেন, সেকথা পরে নিজেও জানান অশোক। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছেন তিনি। ভোটের পর ফের ফোনে কথা হল দু'জনের। 

আরও পড়ুন:  আবার বিয়ে করলেন 'ও লাভলি' Madan Mitra!

গত বছরের অক্টোবরে স্ত্রী রত্নাকে হারিয়েছেন। এদিন সকালে তাঁর ছবিতে মালা দিয়ে শিলিগুড়ির পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে  নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন অশোক ভট্টাচার্য। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি পোড়খাওয়া এই বামনেতা। বলেন, 'এই প্রথম রত্নাকে ছাড়া একা ভোট দিলাম। টানা ৪১ বছর লড়াইয়ের সঙ্গী ছিল। ও থাকলে খুব ভালো লাগত'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.