পরিকল্পনাহীন নগরায়নের জন্যই কি প্রাণ গেল উঠতি ক্রিকেটারের?

রবিবার দুপুরে খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় দেবব্রত পাল নামে  বছর একুশের এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারের।

Updated By: Jun 11, 2018, 03:39 PM IST
পরিকল্পনাহীন নগরায়নের জন্যই কি প্রাণ গেল উঠতি  ক্রিকেটারের?

নিজস্ব প্রতিবেদন:  বিবেকানন্দ পার্কের ক্রিকেট কোচিং সেন্টারে বজ্রাঘাতে প্রাণ গেছে উঠতি প্রতিভার। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আকস্মিক নয়। বিরল নয়। বরং পরিকল্পনাহীন নগরায়ণের জন্য গোটা শহরটাই দাঁড়িয়ে রয়েছে বজ্রপাতের বিপদের সামনে। বলছেন বিশেষজ্ঞরা।

রবিবার দুপুরে খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় দেবব্রত পাল নামে  বছর একুশের এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারের।  শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করা হয় দেবব্রতকে।  তরুণ ক্রিকেটারের শোকস্তব্ধ পরিবার। দেবব্রতর অকাল মৃত্যু মেনে নিয়ে পারছেন না সতীর্থরা। এসএসকেএম গিয়ে দেবব্রতর পরিজনদের সহানুভূতি জ্ঞাপন ক্রীড়াপ্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার।  দেবব্রতর প্রয়াণে ৩ দিন বন্ধ থাকবে ক্রিকেট অ্যাকাডেমি।

আরও পড়ুন:  প্রেমিকের সঙ্গে ফেসবুক লাইভে ছাত্রী যা করলেন, জানলার ফাঁক দিয়ে তা দেখে স্তম্ভিত মা!

বিশেষজ্ঞরা দেবব্রতর মৃত্যুর এই ঘটনাকে আকস্মিক বলে দেখতে নারাজ। তাঁদের দাবি, পরিকল্পনাহীন নগরায়নের জন্যই এই ঘটনা ঘটছে।

বাজ বিপদ

আকাশে বজ্রগর্ভ মেঘের থেকে বিদ্যুত্‍ বা বাজ তৈরি হয়

বাজের মধ্যে নিমেষে কয়েক লক্ষ ভোল্ট বিদ্যুত্‍ তৈরি হয়

সেই বিদ্যুত্‍ মাইক্রো সেকেন্ড সময়ে মাটিতে পৌছয়

পথে বিদ্যুতের সুপরিবাহী পেলে বাজ সেইপথে নামে

সুপরিবাহী না পেলে উঁচু কোনও বস্তুকে মাধ্যম করে বাজ

কুপরিবাহী বস্তু যেমন উঁচু গাছ বা বাড়ির মাথাতেও বাজ পড়ে

সেই ক্ষেত্রে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বা গাছটি পুড়ে যায়

আরও পড়ুন: মায়ের ছিল এই ‘গুণ’, কসবায় নিহত শীলা চৌধুরীর অন্ত্যেষ্টির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বললেন ছেলে

বাজ বৃত্তান্ত এখনও কারও পুরোটা জানা নেই। বাজ কোথায় পড়বে তাও নিশ্চিত করে বলা যায় না। তবে এতদিন গ্রামাঞ্চলে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটত। বিবেকানন্দ পার্কের ঘটনা প্রমাণ করে দিয়েছে, শহরেও বাজ থেকে বাঁচোয়া নেই। কারণগুলি হল...

গ্রামের তুলনায় শহরে জনঘনত্ব অনেক বেশি

শহরে ফাঁকা জায়গা কম, বাড়ির ঘনত্ব বেশি

সুপরিবাহী না পেলে শহরে কোনও বাড়িতে বাজ পড়তে পারে

কলকাতার অধিকাংশ বাড়িতেই বজ্র নিরোধক নেই

বজ্র নিরোধক না থাকলে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়

বাজের তীব্রতা বেশি হলে, বাড়িতে আগুনও ধরতে পারে

সেক্ষেত্রে বাড়ির আবাসিকদের প্রাণ সংশয় হতে পারে

কলকাতা শহরে বাড়িগুলি গায়ে গায়ে লাগানো

একটি বাড়িতে বাজ পড়লে পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে

বাজ থেকে বাঁচতে শহরের সব এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে বজ্র নিরোধক লাগানো উচিত। নতুন বাড়ির নকশা অনুমোদনেও বজ্র নিরোধককে শর্ত হিসেবে রাখা উচিত।

.