আজ চ্যাম্পিয়নদের ঘরে ফেরা
মুম্বইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ দুপুরেই শহরে ফিরছেন অ্যাটলেটিকো ডি কলকাতার খেলোয়াড়রা। আজই শহরে একটি শপিং মলে তাঁদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন হয়েছে। প্রতি খেলায়াড়কে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে ন লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা টিম মালিক সৌরভ গাঙ্গুলির।
কলকাতা: মুম্বইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ দুপুরেই শহরে ফিরছেন অ্যাটলেটিকো ডি কলকাতার খেলোয়াড়রা। আজই শহরে একটি শপিং মলে তাঁদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন হয়েছে। প্রতি খেলায়াড়কে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে ন লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা টিম মালিক সৌরভ গাঙ্গুলির।
প্রথম আইএসএল জিতে নিল কলকাতা। সচিনের কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে ভারত সেরা সৌরভের অ্যাতলেতিকো দে কলকাতা। খেলার ৯৩ মিনিটের মাথায় রফিকের জয় সূচক গোলে স্বপ্নের জয় পেল কলকাতা।
টুর্নামেন্ট জুড়ে বহু বিদেশি তারকারা ম্যাজিক দেখালেও ওস্তাদের মার শেষ রাতে দেখিয়ে গেলেন এক বঙ্গ সন্তান। ইনজুরি টাইমে কলকাতার ছেলে রফিকের গোলের সৌজন্যে সৌরভের দলের কাছেই এক বছরের জন্য জমা হল আইএসএল সেরার ট্রফি। প্রসঙ্গত, সারা টুর্নামেন্টে আর একটি ম্যাচ খেলেননি তিনি।
কলকাতার ছেলের করা গোলেই শেষ হাসি হাসল হাবাস ব্রিগেড। টানটান উত্তেজনার ফাইনালে ৯৩ মিনিটে রফিকের গোলটাই দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।