বড়দিনে বড় মনের পরিচয় শহরে, মোট পাঁচটি অঙ্গপ্রতিস্থাপন!

কলকাতায় ফের অঙ্গদান। আরও একবার মানবতার মুখ দেখল শহরবাসী। মাত্র মাস দেড়েক আগেই গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল এই শহরে। আজ আরও একবার। বড়দিনে বড় মনের পরিচয় পেল এই শহরবাসী। ফের গ্রিন করিডর করে অঙ্গদান। অ্যাপেলো হাসপাতালে রোগীর ব্রেন ডেথ। ব্রেন টিউমার হয় সুরভী বরাটের। সফল হয়নি অস্ট্রোপচার। তাই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। মোট পাঁচটি অঙ্গদান হবে!

Updated By: Dec 25, 2016, 08:29 PM IST
 বড়দিনে বড় মনের পরিচয় শহরে, মোট পাঁচটি অঙ্গপ্রতিস্থাপন!

ওয়েব ডেস্ক: কলকাতায় ফের অঙ্গদান। আরও একবার মানবতার মুখ দেখল শহরবাসী। মাত্র মাস দেড়েক আগেই গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল এই শহরে। আজ আরও একবার। বড়দিনে বড় মনের পরিচয় পেল এই শহরবাসী। ফের গ্রিন করিডর করে অঙ্গদান। অ্যাপেলো হাসপাতালে রোগীর ব্রেন ডেথ। ব্রেন টিউমার হয় সুরভী বরাটের। সফল হয়নি অস্ট্রোপচার। তাই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। মোট পাঁচটি অঙ্গদান হবে!

আরও পড়ুন বড়দিনে যেন বেশি পথ দুর্ঘটনা জেলায় জেলায়

লিভার প্রতিস্থাপন হবে অ্যাপেলোতে। একটি কিডনি প্রতিস্থাপন হবে অ্যাপেলোতে। আরেকটি কিডনি প্রতিস্থাপিত হবে sskm এ। কিডনি পাবেন এসএসকেএমে ভর্তি বিজয় কুমার ভূত।

আরও পড়ুন  বড়দিনে শহরে সব দেখা দিল, শুধু একটা জিনিস ছাড়া!

.