TMC: নয়া শৃঙ্খলারক্ষার কমিটির প্রথম বৈঠক; সৌগত-কুণালকে নিয়ে আলোচনা: সূত্র

সম্প্রতি ২ তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

Updated By: Apr 16, 2022, 08:24 PM IST
TMC:  নয়া শৃঙ্খলারক্ষার কমিটির প্রথম বৈঠক; সৌগত-কুণালকে নিয়ে আলোচনা: সূত্র

নিজস্ব প্রতিবেদন: উপনির্বাচনে (Bypolls) যখন তৃণমূলের (TMC) জয়জয়কার, তখন বৈঠকে বসল দলের নয়া শৃঙ্খলারক্ষা কমিটি (Discipline Committee)। প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়া হাজির ছিলেন কমিটির ৬ সদস্য। সূত্রের খবর, বৈঠকে সৌগত রায় (Sougata Roy), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা হয়। সব ঘটনা লিখিতভাবে জানানো হবে তৃণমূল সুপ্রিমোকে। সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  শৃঙ্খলারক্ষা কমিটির কাছে বক্তব্য পেশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee)।

একে এক ধর্ষণকাণ্ডে তোলপাড় চলছে রাজ্যে। হাঁসখালিকাণ্ডে যখন CBI তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তখন মাটিয়া- ইংরেজবাজার-দেগঙ্গা ও বাঁশদ্রোণীতে ধর্ষণের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দময়ন্তী সেনকে। এমনকী, নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে খাস কলকাতায়। স্রেফ উদ্বেগ প্রকাশ করা নয়, রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ধারাবাহিক ঘটনায় দলকে কার্যত বিড়ম্বনায় ফেলেছেন বর্ষীয়ান তৃণমূল সৌগত রায়।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'মানুষের কাছে আমরা কৃতজ্ঞ', কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে এক অনুষ্ঠানে সৌগত রায় বলেন, 'রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে সকলেই চিন্তিত। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে। কখনও কোনও ঘটনা ঘটলে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে, তবে সেটা আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে'। পুলিসকে বার্তা দেন, 'আমি আশা করব, পুলিস-প্রশাসন সেদিকে নজর দেবে'।

আরও পড়ুন:  Ballygunge Bypoll: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয়স্থানে সিপিএম, জামানত জব্দ বিজেপি-কংগ্রেসের

আর কুণাল ঘোষ? রাজ্যে শিক্ষক নিয়োগে 'বেনিয়ম' প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'এসব ঘটনা ব্রাত্য বসু জমানা ঘটেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ই যাবতীয় ব্যাখ্যা দিতে পারবেন'। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে যান কুণাল। তৃণমূল সূত্রে খবর, কুণালের এই মন্তব্য়ে অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্য়ায়। সেকারণেই তাঁকে বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু দেখা হলেও, দু'জনের কথা হয়নি! কেন? কুণালের দাবি, 'পার্থদার এক আত্মীয় বিয়োগ ঘটেছে। শোকের পরিবেশ ছিল। ঘনিষ্ট কিছু আত্মীয় ছিলেন। আমি সমবেদনা জানাই, চলে আসি'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.