এসআই গুলিবিদ্ধ- গ্রেফতার ২, এসআইয়ের সঙ্কট এখনও কাটেনি

গিরিশপার্কে এসআই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত পাপাই ওরফে অশোক সাউ এবং মন্টু ওরফে দীপক সিং, দুজনেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আজই ধৃত দুজনকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। গতকাল কলকাতা পুরভোটের শেষে গিরিশপার্ক এলাকায় রাজনৈতিক সন্ত্রাস থামাতে গিয়ে  গুলিতে জখম হন এস আই জগন্নাথ মণ্ডল।

Updated By: Apr 19, 2015, 12:21 PM IST
এসআই গুলিবিদ্ধ- গ্রেফতার ২, এসআইয়ের সঙ্কট এখনও কাটেনি

ওয়েব ডেস্ক: গিরিশপার্কে এসআই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত পাপাই ওরফে অশোক সাউ এবং মন্টু ওরফে দীপক সিং, দুজনেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আজই ধৃত দুজনকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। গতকাল কলকাতা পুরভোটের শেষে গিরিশপার্ক এলাকায় রাজনৈতিক সন্ত্রাস থামাতে গিয়ে  গুলিতে জখম হন এস আই জগন্নাথ মণ্ডল।

তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। থানায় দায়ের হয় অভিযোগও। তড়িঘিড়ি আহত এসআইকে নিয়ে যাওয়া হয় হাতপাতালে। তাঁর  শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও  সঙ্কট কাটেনি। আপাতত ICU তেই ভর্তি জখম এসআই।  

.