বড়দিনের সকালে শহরে চলল গুলি, গুলিবিদ্ধ দুজন
বড়দিনের সকালে শহরে চলল গুলি। গুলি চলে নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে। গুলিবিদ্ধ দুজন। এলাকার দু'দল দুষ্কৃতীর পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে পুলিসের প্রাথমিক অনুমান। গুলিবিদ্ধ দুই যুবক সেলিম আর সামসের ওই এলাকার পরিচিত সমাজবিরোধী।
ওয়েব ডেস্ক: বড়দিনের সকালে শহরে চলল গুলি। গুলি চলে নারকেলডাঙা পোস্ট অফিসের সামনে। গুলিবিদ্ধ দুজন। এলাকার দু'দল দুষ্কৃতীর পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে পুলিসের প্রাথমিক অনুমান। গুলিবিদ্ধ দুই যুবক সেলিম আর সামসের ওই এলাকার পরিচিত সমাজবিরোধী।
এই সেলিমেরই বোন আজমিরা বেগম পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের অন্যতম সাক্ষী। সকালে সেলিম আর সামসের বাইকে চেপে যাচ্ছিল। পোস্ট অফিসের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। সামসেরের পায়ে ও পেটে গুলি লাগে। গুলি লাগে সেলিমের হাতে। দুজনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার আরেক দুষ্কৃতী সুরিন্দর পাল সিং ওরফে গুগ্গির দলবল এই হামলা চালিয়েছে বলে পুলিসের কাছে সেলিমের পরিবার।