রাস্তায় `বেহাল` ফিরহাদ এ বার অমিতমুখি
অন্য খাতে বরাদ্দ অর্থ রাস্তা মেরামতির কাজে লাগানোর জন্য পুরসভাগুলিকে অনুমতি দিক অর্থ দফতর। এই মর্মেই অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Updated By: Sep 5, 2013, 10:01 AM IST
অন্য খাতে বরাদ্দ অর্থ রাস্তা মেরামতির কাজে লাগানোর জন্য পুরসভাগুলিকে অনুমতি দিক অর্থ দফতর। এই মর্মেই অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বুধবার মহাকরণে এসে রাজ্যের বহু পুরসভার প্রতিনিধি নগরোন্নয়ন মন্ত্রীকে জানান যে, তার দফতর রাস্তা সারানোর বিষয়ে পুরসভাগুলির ওপর ফতোয়া জারি করলেও বাস্তবে পুরসভাগুলির কাছে এই খাতে কোনও অর্থ নেই। সেই কারণেই পুরসভাগুলি তাদের অন্য খাতে বরাদ্দ টাকা যাতে এই কাজে লাগাতে পারে, তার অনুমতি চেয়ে চলতি সপ্তাহেই অর্থমন্ত্রীকে চিঠি দিচ্ছেন ফিরহাদ হাকিম।