প্রচারে বেরিয়ে BJP কর্মীকে গালিগালাজ ফিরহাদের! ভাইরাল ভিডিয়োয় তুঙ্গে তরজা

 যদিও ভিডিয়োর সত্যতা যাছাই করেনি জি ২৪ ঘণ্টা।

Updated By: Apr 20, 2021, 11:03 AM IST
প্রচারে বেরিয়ে BJP কর্মীকে গালিগালাজ ফিরহাদের! ভাইরাল ভিডিয়োয় তুঙ্গে তরজা

নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরিয়ে বিজেপির কর্মীকে কুরুচিকর মন্তব্য করছেন ববি হাকিম। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর। এবার সেখান থেকেই প্রার্থী হয়েছেন তিনি। কাজের মাঝেই চলছে প্রচার। আর সেই প্রচারে বেরিয়েই এই মন্তব্য করে বসলেন ফিরহাদ হাকিম। সেই প্রচারেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাছাই করেনি জি ২৪ ঘণ্টা।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'টিএমসির এখন গরু হারিয়ে গিয়েছে। চাষির গরু হারালে টালমাল থাকেন। মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রী নেতারা কী বলছেন ঠিক নেই। ভোট যত এগোচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে এসব কথাবার্তা বলছে ওরা। উনি ওখানকার সংখ্যালঘুদের গরম করছেন, বলছেন বিজেপিকে মারো, কাটো। কিন্তু কেউ রাস্তায় ওনার সঙ্গে কেউ নেই।'

ফিরহাদের ভিডিয়ো প্রসঙ্গ তুলে দিলীপের আরও মন্তব্য, 'এভাবে ভয়ের রাজনীতি করে চলেছে, মানুষ তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। এই পরিবর্তনের ভোট জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ সব জায়গায় একই ছবি। তাই ওদের নেতারাও নামছেন না। তবে এই ভয়ের রাজনীতিও চলবে না।'

.