এসএসকেএম হাসপাতালের নির্মীয়মাণ হস্টেলে আগুন

ওয়েব ডেস্ক: আজ রাত  দশটা নাগাদ আগুন লাগে এসএসকেএম হাসপাতালের নির্মীয়মাণ হস্টেলে। মেন হস্টেলের কাছেই তৈরি হচ্ছে নতুন হস্টেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত আগুন আয়ত্ত্বে আনেন দমকলকর্মীরা। দমকলের অনুমান, নির্মীয়মাণ বাড়ির মিটার বক্স কিংবা বাড়িতে জড়ো করা আবর্জনাস্তুপ থেকেই আগুনের সূত্রপাত। তবে দমকলকর্মীদের তত্‍পরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

English Title: 
fire in SSKM hostel
News Source: 
Home Title: 

এসএসকেএম হাসপাতালের নির্মীয়মাণ হস্টেলে আগুন

এসএসকেএম হাসপাতালের নির্মীয়মাণ হস্টেলে আগুন
Yes
Is Blog?: 
No